রংপুরে পলিথিন বিক্রির অপরাধে ৪ লাখ টাকা জরিমানা


রংপুর প্রতিনিধিঃ

রংপুর নগরীতে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রির অপরাধে ৮ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৬ টন ২৮০ কেজি পলিথিনসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর নবাবগঞ্জ বাজারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।


নগরীর নবাবগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারেই এ ধরণের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে র‌্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর এর সহযোগিতা করে। অভিযানের সময় সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রি করার অপরাধে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


পুরোনো সংবাদ

রংপুর 5014737579953900709

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item