পীরগাছায় কৃষি পূনর্বাসন ও প্রণোদনা পাচ্ছে সাড়ে ৫ হাজার কৃষক


ফজলুর রহমান, পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ

সম্প্রতি বন্যা এবং অবরিাম র্বষনে রংপুরের পীরগাছা উপজেলার সাড়ে ৩ হাজার ক্ষতিগ্রস্থ আমন চাষী কৃষি প্রণোদনা হিসেবে পাচ্ছে শীতকালীন আগাম সবজি এবং বিভিন্ন ফসলের বীজ ।

উপজলো কৃষি অফসি সূত্রে জানা গেছে, সম্প্রতি বয়ে যাওয়া বন্যা এবং অবিরাম বর্ষনের ফলে পীরগাছা উপজেলায় সম্প্রতি পানি বৃদ্ধি পাওয়ায় ১হাজার ৪শত ৬০ হেক্টর জমির রোপা আমন পানিতে নিমজ্জিত হয়ে পঁেচ সম্পূর্ণ নষ্ট হয়েছে। এছাড়াও ৭২ হেক্টর জমির সবজি খেত সম্পূর্ণ নষ্ট হয়েছে।। তাদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারিভাবে ৫ হাজার ৭শ ১০ জন কৃষককে কৃষি পূনর্বাসন ও প্রণোদনা বীজ ও সার বিতরন করা হবে।

উপজলো কৃষি র্কমর্কতা শামীমুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত আমন চাষীদের তালিকা প্রনয়ণ করে পাঠানোর পর প্রথম ধাপে পুনর্বাসন হিসেবে ৩ হাজার ৫শ জন কৃষককে আগাম জাতের শীতকালীন সবজি বীজ প্রদান করা হবে। এছাড়াও কৃষকরা যাতে তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারে সে জন্য দ্বিতীয় ধাপে ২হাজার ২শ ১০ জন কৃষককে প্রণোদনা দেয়া। তাদেরকে গম, সরিষা, র্সূযমূখী, চীনা বাদাম, মশুরডাল, খেশারী, টমেেটা, মরচিসহ বিভিন্ন জাতের ফসলের বীজ এবং সার দেয়া হবে।### 

পুরোনো সংবাদ

রংপুর 8462788665684655089

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item