পঞ্চগড়ে অমরখানা ইউপি'তে দরপত্রের অধিক গাছ কেটে ঠিকাদারের আত্নসাৎ


সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়:


 পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে দরপত্রের অধিক ১১টি গাছ কেটে আত্মসাতের অভিযোগ উঠেছে ঠিকাদার আশরাফ আলীর বিরুদ্ধে।


অতিরিক্ত গাছ কেটে আত্মসাতের বিষয়ে গত ২৮ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ করেন এলাকাবাসী।


অভিযোগ সূত্রে জানা যায়, অমরখানা ইউনিয়নের সোনারবান গ্রামের আরমান আলীর বাড়ির চৌরাস্তা হতে পাথর ঘাটা জামাদারপাড়া আলাউদ্দীনের বাড়ি পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের ৯৭ টি ইউক্যালিপ্টাস গাছ জ্বালানীসহ কাটার অনুমতির নিমিত্তে দরপত্র হয়। দরপত্র হিসেবে ৯৭টি ইউক্যালিপ্টাস গাছের মুল্য নির্ধারন হয় ১লাখ ৯০ হাজার টাকা।  কিন্তু ঠিকাদার আশরাফ আলী ৯৭টি গাছ ব্যতিত আরও ১১টি অতিরিক্ত গাছ কেটে আত্মসাত করে।


স্থানীয়রা জানান অমরখানা ইউনিয়নের সোনারবান গ্রামের আরমান আলীর বাড়ির চৌরাস্তা হতে পাথর ঘাটা জামাদারপাড়া আলাউদ্দীনের বাড়ি পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের ৯৭ টি ইউক্যালিপ্টাস গাছের পরিবর্তে ১০৮ টি গাছ কেটেছে ঠিকাদার আশরাফ আলী।স্থানীয়রা বাধা দিলে ও শুনেন নাই প্রভাবশালী ঠিকাদার আশরাফ আলী। 


ঠিকাদার আশরাফ আলীর সাথে মুঠোফোনে কথা বললে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।


অমরখানা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু জানান অভিযোগ পেয়েছি, সত্যতা থাকলে ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি। 


 পঞ্চগড় সদর উপজেলা, সহকারী  কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি, ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পুরোনো সংবাদ

পঞ্চগড় 1508841325847635071

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item