নীলফামারীতে আওয়ামী লীগের প্রয়াত ২১ নেতাকর্মীর স্মরণ সভা


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
নীলফামারী সদর উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সম্প্রতি প্রয়াত ২১ নেতাকর্মীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে  মঙ্গলবার(১৭ নভেম্বর/২০২০) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২(সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন আমার দলের শক্তি তৃণমূলের কর্মীরা। তাদের প্রতি খেয়াল রাখতে হবে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যখন কারাগারে বন্দী, তখন রাজপথে নেমেছিল তৃণমূলের কর্মীরা। আজকে যাদের আমরা স্মরণ করছি তারা তৃণমূলের নেতা-কর্মী। তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। তিনি আরো বলেন, দল দীর্ঘদিন ক্ষমতায়, সুযোগ সন্ধানী এমনকি স্বাধীনতা বিরোধী শক্তির দলে অনুপ্রবেশ ঘটছে। তারা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে স্তবদ্ধ করার জন্য নতুন করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হবে। তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। এটাই হোক আমাদের স্মরণ সভার শিক্ষা। 

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, মরহুম আওয়ামী লীগ নেতা শেফাউল মূলক সরকারের বড় ছেলে রফিকুল ইসলাম, মরহুম সরকার কবীর উদ্দিনের ছেলে খাজা ময়নুদ্দীন সাদ্দাম প্রমুখ। 


সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, সদর উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সম্প্রতি প্রয়াত ২১ নেতাকর্মীর স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রয়াত ২১জন হলেন-কুন্দপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শেফাউল মূলক সরকার, চড়াইখোলা ইউনিয়ন আওয়ামীলেিগর সাধারণ সম্পাদক সুলতান আলী শাহ্, কচুকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মমতাজ আলী, চওড়া বড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, গোড়গ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক শেফাউল ইসলাম, চড়াইখোলা ইউনিয়ন আওয়ামীলীগের ২ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আলী হোসেন তাঁরা, লক্ষীচাপ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মনছুর আলী, কচুকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল ইসলাম মাস্টার, লক্ষীচাপ ইউনিয়ন আওয়ামীলীগের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মোসলেম উদ্দিন, সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগের ৩ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি ডাঃ আব্দুল মজিদ, জাতীয় শ্রমি লীগ জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন জুয়েল, বীরমুক্তিযোদ্ধা শওকত আলী টুলটুল, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালে, পৌর আওয়ামীলীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সরকার কবির উদ্দিন, বিশিষ্ঠ ব্যবসায়ী হামিদ প্রসাধনী, ন্যাপ’এর জেলা শাখার সভাপতি সাইদুর রহমান শাহ্, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগের ৭ নম্বর সভাপতি সন্তোষ কুমার রায়, রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ওলিয়ার রহমান, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেতাব উদ্দিন, লক্ষীচাপ ইউনিয়ন আওয়ামীলীগের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি নুরুল মেম্বার। #


পুরোনো সংবাদ

নীলফামারী 7630284924122617775

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item