কুড়িগ্রামের বাঁশজানি সীমান্তে বিএসএফ’র হাতে গরু ব্যবসায়ী আটক


হাফিজুর রহমান হৃদয়,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিন বাঁশজানি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীর (বিএসএফ) হাতে জহুরুল ইসলাম(৫০)  নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী আটক হয়েছে। 

আটককৃত জহুরুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশজানী গ্রামের মৃত নুরুল ইসলাম মেম্বারের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাতে একদল গরু পাচারকারী ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানী সীমান্তের  আন্তর্জাতীক সীমানা পিলার ৯৭৫/৯ এস এর নিকট দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। রাত দুইটার সময় ভারত থেকে গরু আনার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা টের পায় এবং তাদেরকে ধাওয়া করে। এসময় গরু ব্যবসায়ী জহুরুল ইসলামকে (৫০) কে আটক করে বিএসএফ।

কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ান এর পরিচালক লেঃ কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন বিএসএফ’র হাতে বাংলাদেশী গরু ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করছেন। 

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্ত থেকে কাউকে ধরে নিয়ে যাওয়ার  কোন ঘটনা ঘটে নাই। গরু আনতে গিয়ে জহুরুল ইসলাম ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সেখান থেকে বিএসএফ তাকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। 


পুরোনো সংবাদ

নির্বাচিত 617758706167764680

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item