নীলফামারী কিশোরীগঞ্জে ভুমিহীন-গৃহহীন ১০০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার ঘর


শামীম হোসেন বাবু, কিশোরীগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১০০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর। এক কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে খাস জমিতে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে তাদের। 

আজ বৃহস্পতিবার(১৯ নভেম্বর) দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের কাছারী পাড়ায় ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। 


এসময় উপস্থিত ছিলেন কিশোরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম বাবুল, শাপলা বেগম, কিশোরীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিউর রহমান, নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, বাহাগিলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুলু, নীলফামারী-৪ আসনের এমপি আদেলুর রহমান আদেলের প্রতিনিধি রেজাউল আলম স্বপন প্রমুখ। 

সূত্র মতে, মুজিববর্ষ উপলক্ষে কিশোরীগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১০০টি পরিবারকে ঘর নির্মান করে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প-২ থেকে। যা বাস্তবায়নে কাজ শুরু করেছে কিশোরীগঞ্জ উপজেলা প্রশাসন। এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে পরিবার প্রতি ঘর তৈরি করে দেয়া হচ্ছে। এর মধ্যে ঘর পাচ্ছেন উপজেলার নিতাই ইউনিয়নে ৬০ জন ও বাহাগিলি ইউনিয়নে ৪০ জন। #


পুরোনো সংবাদ

নীলফামারী 7415740946955031704

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item