শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় নীলফামারীর কিশোরীগঞ্জে ২০হাজার টাকা জরিমানা
https://www.obolokon24.com/2020/11/kisargang_18.html
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥ সরকারী আদেশ অমান্য করায় নীলফামারীর কিশোরীগঞ্জে সোনামণি আইডিয়াল স্কুলের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(১৭ নভেম্বর/২০২০) দুপুরে আদালত পরিচালনা করেন কিশোরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
সুত্র জানায়, প্রতিষ্ঠান খোলা রেখে ক্লাশ ও পরীক্ষা গ্রহণ করা হচ্ছে এমন অভিযোগে পুলিশ নিয়ে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এসময়। তাৎক্ষনিক ভাবে জরিমানার টাকা পরিশোধ করেন প্রতিষ্ঠান প্রধান আলী আকবর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ সরকারি নির্দেশ মেনে স্কুলটি পরিচালনা করবেন বলে অঙ্গীকার করেছেন। #