প্রবীণদের জন্য ঢাবির চার শিক্ষার্থীর ব্যাতিক্রমী উদ্যোগ


মোঃ শামীম হোসেন(বাবু),কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
‘স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছো মোদের অধিকার , আমরা নবীণ নিশ্চয় হবো গর্বিত উত্তরাধিকার এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী দেশব্যাপি বঙ্গবন্ধু আদর্শ সেবা কার্যক্রম ,নামক একটি কার্যক্রম চালু করেছে। 


এ উপলক্ষে বঙ্গবন্ধু আনন্দ আশ্রম সেবা কার্যক্রমের আয়োজনে এবং পাবলিক ইউনিভার্সিটি এবং মেডিকেল এ্যাসেসিয়েশন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শাখার সহযোগিতায় শনিবার সকাল ১১ টার দিকে  নিরাপদ বৃদ্ধাশ্রম মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় কিশোরীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী (পাইলট) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল। এসময় বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন  বেগম রোকেয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক লায়ন মোঃ আজহারুল ইসলাম দুলাল এবং নীলফামারী সরকারী কলেজের রাষ্ট্রবিঙ্গান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নুরুল করিম।  এই কার্যক্রমের প্রধান ঊপদেষ্টা, পরামর্শক হিসেবে আছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)। এরই ধারাবাহিকতায আজ ১৪ নভেম্বর  ৯ম কার্যক্রম অনুষ্ঠিত হলো নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিরাপদ বৃদ্ধাশ্রমে।প্রতিটি কার্যক্রমের মত আজও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি শ্রদ্ধানিবেদন স্বরূপ বৃদ্ধাশ্রমের পরিচালকের হাতে 'বঙ্গবন্ধু স্মৃতি স্মারক' প্রদানের মাধ্যমে তাদের কার্যক্রম শুর হয়। এসময় অতিথিবৃন্দ বৃদ্ধাশ্রম এর পরিচালকের হাতে বঙ্গবন্ধু স্মৃতি স্মারক তুলে দেন।এছাড়াও প্রবীণ বাবা-মায়ের জন্য প্রাথমিক মেডিকেল চেক আপের ব্যবস্থা করা হয় এবং প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ করা হয় এবং বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে প্রবীণ বাবা-মায়েদের সাথে নিয়ে অথিতিরা  ফলজ গাছের চারা রোপণ করেন।উল্লেখ্য ব্যতিক্রমধর্মী এই "বঙ্গবন্ধু আনন্দ আশ্রম সেবা" উদ্যোগের উদ্যোক্তাদের সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হলেন, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অপূর্ব চক্রবর্তী অপু, দীপম সাহা, জাদিদ ইমতিয়াজ আহমেদ এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অর্ক সাহা। 

পুরোনো সংবাদ

নীলফামারী 728159391155683496

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item