বীরগঞ্জে দুই মাথা ও চার চোখ বিশিষ্ট বাছুর


হাসান জুয়েল, বীরগঞ্জ (দিনাজপুর)  ॥
-গরু রচনা লেখার খাতিরে আমরা প্রায় সকলেই জানি গরুর দুইটি কান, দুইটি চোখ একটি মাথা ও চারটি পা আছে। কিন্তু এর ব্যতিক্রমও হতে পারে এই পৃথিবীতে।  একটি বাড়িতে জন্ম নেয় দুই মাথাওয়ালা বাছুর ! বাছুরটির চারটি চোখও রয়েছে। বাছুরটির দুই মাথাই কর্মক্ষম। জন্মের পর অদ্ভুত এই বাছুর দুই মুখ দিয়েই দুধ খাচ্ছে।এমন বিরল ঘটনা ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুরে ।


গাভীটির মালিক  জসিম উদ্দিনের ছেলে  মোসলেম উদ্দিন জানান, শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় বাছুরটি জন্মায় ।এমন বাছুর যে তাদের বাড়িতে জন্মাতে পারে, তা তিনি স্বপ্নেও ভাবেননি।  সাদাকালো রংঙের ফ্রিজিয়ান জাতের বাছুরটির জন্মের পর থেকেই খুবই দুর্বল, তবে এখন পর্যন্ত জীবিত আছে। 


 ওই এলাকার হুমায়ুন কবির জানান, এটি একটি অতিবিরল ঘটনা।  এ ঘটনায় আমাদের এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চার চোখ ও দুই মুখওয়ালা বাছুরের কথা শুনে আমরা দেখতে এসেছি। এমন আশ্চর্য ঘটনা আগে কখনও দেখিনি। এলাকার কেউ কেউ আবার বলতেছে আসল মাথা কোনটি, এই নিয়ে মাঝে মধ্যেই তর্কে জড়িয়ে যাচ্ছেন অনেকেই। 


পুরোনো সংবাদ

দিনাজপুর 3139286379867876698

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item