ডিমলায় জাতীয় সমবায় দিবস পালিত


জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সাথে নীলফামারীর ডিমলায় পালিত হয়েছে ৪৯ তম জাতীয় সমবায় দিবস-২০২০। 


শনিবার (৭-নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় কর্তৃক আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় কার্যালয় চত্ত্বরে প্রথমে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সাতরঙ্গের সমবায়ী পতাকা উত্তোলন করে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় মিলিত হয়। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আলমগীর জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা। অনুষ্ঠানে শফিকুল ইসলাম স্বপন ও অপর্ণা সরকারের সঞ্চলনায় আলোচনা সভায় সমবায়ীদের পক্ষ থেকে সমিতির উন্নয়ন যোগ্য দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন শোভানগঞ্জ বালাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ অজিবর রহমান লেবু প্রমুখ।  



এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সিকিউরুটি এ্যান্ড লজিস্টিক সার্বিস এর ম্যানেজিং ডায়রেক্টর আব্দুর রহিম পাটোয়ারী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ডিমলা উপজেলা অটো-চালক সমবায় সমিতির সভাপতি ইউসুব আলী, ডিমলা উপজেলার সমবায় অফিস কর্তৃক নিবন্ধনকৃত সমবায় সমিতি লিমিটেট এর সভাপতি-সম্পাদক বৃন্দ সহ  উপজেলা সমবায় অফিসের সকল কর্মচারী বৃন্দ। 


পুরোনো সংবাদ

নীলফামারী 6650528672690026273

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item