ডিমলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাথে কেন্দ্রীয় কমিটির মতবিনিময়


জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কেন্দ্রীয় কমিটির সাথে নীলফামারী জেলার ডিমলা উপজেলা শাখার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   


রবিবার (২২-নভেম্বর) সন্ধ্যায় উপজেলা রিসোর্স সেন্টারের হলরুমে এ আলোচনা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।  


বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নীলফামারীর ডিমলা উপজেলা শাখা সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ।    


বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ডিমলা উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ রায়হান ইবনে আবেদীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহেদ আদনান হাসান শাহরিয়ার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ মতিউর রহমান, সদস্য মোঃ ইউনুস বেলাল, লক্ষীপুর সদর কমিটির সভাপতি মোঃ মুজিবুর রহমান, চাঁদপুর জেলার কচুয়া উপজেলা কমিটির সভাপতি মোঃ ওমর খৈয়াম বাগদাদী, লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার সহ-সভাপতি মোঃ সেলিম হোসেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ডিমলা উপজেলা শাখা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর আলম, সাধারণ সম্পাদক সনাতন সিংহ রায়, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ।   


এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।  


সভায় বক্তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতসহ বাংলাদেশকে বিভিন্ন ভাবে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি ক্ষমতায় আসার পর থেকে শিক্ষার ক্ষেত্রে অনেক অনেক উন্নয়ন করেছেন। তাই সেক্ষেত্র প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আহবান থাকবে আমরা যারা সহকারী শিক্ষক রয়েছি আমাদের প্রতি যাতে তিনি সুদৃষ্টি দেন।  


বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ডিমলা উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ রায়হান ইবনে আবেদীন তার সমাপনি বক্তব্যে বলেন, আমাদের ডিমলা উপজেলায় মোট ২১৭ সরকারী প্রাথমিক বিদ্যালয় সেখানে প্রায় ১ হাজারের বেশি সহকারী শিক্ষক আছে আমি সকল শিক্ষকের সরকারের সকল ধরনের দাবী ও সুযোগ-সুবিধা যেন আমাদের এই কমিটির মাধ্যমে আদায় করতে পারেন। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7191345847391622152

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item