নীলফামারীতে ট্রাক্টর চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
https://www.obolokon24.com/2020/11/death.html
ইনজামাম-উল-হক নির্ণয়,,নীলফামারী॥ নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়ন চিনিরকুটি ডাঙ্গাপাড়া গ্রামে ট্রাক্টরের চাপায় আহত তারিকুল ইসলাম(১৩) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার(৬ নবেম্বর/২০২০) রাতে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে মারা গেছে। সে ওই গ্রামের ফকির ডাঙ্গা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং ওই এলাকার জাকির হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, ট্রাক্টর চালিয়ে জমিতে হালচাষ করতো নাসির হোসেন ও তরিকুল ইসলাম। তারা দুইজনের মামাতো ফুুুফাতো ভাই। ঘটনার দিন শুক্রবার বিকালে ট্রাক্টর চালিয়ে হালচাষ করছিল নাসির হোসেন। এ সময় তরিকুল ইসলাম চলন্ত ট্রাক্টরে লাফ দিয়ে উঠতে গেলে পা ফঁসকে চাকার নিচে পড়ে গুরুত্বর জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার(৭ নবেম্বর/২০২০) ভোরে তার মৃত্যু হয়।
সদর থানার পরিদর্শন (তদন্ত) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেন। #