কুড়িগ্রামে আ্যাডভোকেসি লবি ও নিগোসিয়েশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


কুড়িগ্রামে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারিদের সহায়তা প্রদানে আ্যাডভোকেসি, লবিং এবং নিগোসিয়েশন বিষয়ক তিন দিন ব্যাপি কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকাল ১০ টায় কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে নিউজ নেটওয়ার্ক এবং উদয়াঙ্কূর সেবা সংস্থা (ইউএসএস) এর আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস ফোরাম (BHRDF) কুড়িগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মোঃ নুরবকত্। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু। স্বাগত বক্তব্য রাখেন ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী,  উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম খবরের সম্পাদক ও বিএইচআরডিএফ জেলা কমিটির সদস্য ছানালাল বকসি, রংপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তি যোদ্ধা সদরুল আলম দুলু, ইউএসএস এর প্রোগ্রাম ফেসিলিটেটর  আব্দুর রউফ প্রমুখ।

তিন দিন ব্যাপি কর্মশালার প্রথম দিনে আলোচক ও প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে কর্মশালা পরিচালনা করেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হোসেন বকুল ( সাজ্জাদ বকুল) । ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ৬ ডিসেম্বর ২০ পর্যন্ত ৪ ব্যাচে স্হানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক, মিডিয়া গেট কিপার, সিভিল সোসাইটির প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দসহ ১১৭ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশগ্রহণ করবেন বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানা গেছে।


পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 1942821171860610732

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item