ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ ও মানববন্ধন

 


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

 সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধসহ লম্পট ধর্ষকদের ফাঁসির দাবিতে  নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সৈয়দপুরের ছাত্র জনতা ব্যানারে বুধবার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে  সৈয়দপুর  প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য বলেন, ছাত্রনেতা আব্দুস সোবহান, মাহবুব আলম, জাবেদ খান রুবেল ও মামুন সরকার প্রমুখ।

 বক্তারা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন করে দ্রুত বিচার করে তাদের (ধর্ষকের) ফাঁসি  কার্যকর করতে হবে। এছাড়া ধর্ষণসহ নারী নির্যাতনরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা বলেন কোন ধর্ষক যেন আইনের মাঁরপ্যাচে কোনক্রমে বেঁচে যেতে না পারে। এ জন্য আইনশৃঙ্খলাবাহিনীকে তৎপর থেকে অপরাধ দমনে আরও কঠোর হওয়ার আহবান জানানো হয় ওই মানববন্ধন থেকে। 

 সৈয়দপুরের ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।    


পুরোনো সংবাদ

নীলফামারী 6215044571016378509

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item