সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন লুুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন, সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. জিয়াউল হক জিয়া, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শ্রী যোগেন্দ্র নাথ রায়, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী প্রমূখ।

সভায় সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়সহ পৌর ও বিভিন্ন ইউনিয়নের দূর্গাপূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আসন্ন দূর্গাপূজার মন্ডপে প্রত্যেককে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকল ধর্মীয় আচার অনুষ্ঠানাদি  পালনের জন্য  সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে।

 একই দিন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর পক্ষ থেকে উপজেলার ৭৯টি দূর্গাপূজা মন্ডপে ৫শ’ কেজি করে ত্রাণের চাল বরাদ্দ প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ প্রতিটি দূর্গাপূজা  উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে চালের বরাদ্দপত্র তুলে দেন।

প্রসঙ্গত, এবারে সৈয়দপুর উপজেলার ৫টি কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় সর্বমোট ৭৯ টি মন্ডপে আসন্ন শারদীয়  দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।                      


পুরোনো সংবাদ

নীলফামারী 8880988080673682278

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item