সৈয়দপুরে অগ্নিকান্ডে ১৬টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুরে এক পল্লীতে ভয়াবহ আগুনে ১৬ টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাাঁই হয়ে গেছে। উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের  উত্তর সোনাখুলী বালিকান্তপাড়ায় গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক পৌণে নয়টার দিকে ওই আগুনের ঘটনাটি ঘটে। আগুনের পরিবারগুলোর অর্ধকোটি টাকার বিভিন্ন সহায় সম্পদ  ভস্মীভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি। এ আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সদস্যরা শুধুমাত্র পরণের কাপড় ছাড়া কোন কিছুই রক্ষা করতে পারেনি। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসারের নেতৃত্বে কর্মীরা অগ্নিকান্ডস্থলে পৌঁছে আগুনে নিয়ন্ত্রণে আনেন।

 জানা গেছে, ঘটনার দিন গত বৃহস্পতিবার রাত আনুমানিক পৌণে ৯টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হিন্দু অধ্যূষিত পল্লী বালিকান্তপাড়ার জনৈক সজেন চন্দ্র রায়ের বাড়ি থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আর মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা ওই পল্লীর আশপাশের বাড়িগুলোতেও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। আগুনে ওই পল্লীর ১৬ টি  হিন্দু পরিবারের অর্ধশত টিন ও খড়ের ঘর, ধান, চাল, স্বর্ণাংলকার, মূল্যবান কাপড়চোপড়, তৈজসপত্র, আসবাবপত্রসহ সংসারের সবকিছুই মুর্হুতেই পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলমের নেতৃত্বে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তাঁর আগে ভয়াবহ আগুনে পরিবারগুলোর সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাদের পরণের কাপড় ছাড়া কোন কিছুই রক্ষা করতে পারেননি। বর্তমানে আগুনের ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর খোলা আকাশের নিচে বসবাস করছেন।

 সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ১৪ টি পরিবারের ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়।

সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার আগুনে ১৬টি পরিবারের সর্বস্ব পুড়ে যাওয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি  জানান, গতকাল শুক্রবার বিকেলে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।                                                                  


পুরোনো সংবাদ

নীলফামারী 3538410053748175230

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item