পঞ্চগড়ে বিটপুলিশিং সমাবেশ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:  

 

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও বিট পুলিশিং সমাবেশ হয়েছে।

শনিবার সকালে পঞ্চগড় পৌরসভা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, জেলা মহিলা আ. লীগের সভানেত্রী রেজিয়া ইসলাম, সদর থানার উপ-পরিদর্শক ও বিট কর্মকর্তা আব্দুল কাইয়ুম প্রমূখ।

বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে স্ব-স্ব অবস্থান থেকে প্রত্যেককে সচেতন হতে হবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জল, মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন এবং সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 596333468809975020

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item