পঞ্চগড়ে নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:


পঞ্চগড়ে নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।


১১ অক্টোবর রবিবার সকালে  পঞ্চগড় ঢাকা মহাসড়কের শেরেবাংলা পার্ক চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। জেলা মহিলা আওয়ামী লীগ এ মানববন্ধনের আয়োজন করে।


মানববন্ধনে বক্তব্য দেন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার হীরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম, সাধারন সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জাকিয়া খাতুন, জেলা মহিলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর এ কে দিলখুশা প্রধান বিপ্লবী। 

বক্তারা বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলায় ধর্ষনকারীদের ঠাই নেই। নোয়াখালী জেলার বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে ধর্ষন করে ভিডিও ধারন ও নির্যাতন এবং সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকিয়ে রেখে বধূকে ধর্ষন করা হয়। তারা আরও বলেন ধর্ষনকারীরা যেন কোন ভাবেই আইনের ফাক দিয়ে বেড়িয়ে না যায়। দেশে যেন আর কোন নারী ধর্ষনের শিকার না হয়। ধর্ষনকারীদের বিচার দ্রুত শেষ করে ফাসির দেয়ার দাবি জানান বক্তারা। 

পুরোনো সংবাদ

পঞ্চগড় 829710431705633377

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item