ধর্ষণের সাজা সবোর্চ্চ করার দাবীতে নীলফামারীতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
ধর্ষণের বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আজ শনিবার(১০অক্টোবর/২০২০) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসুচী পালন করা হয়।

এতে নারী যোগাযোগ কেন্দ্র, ইউএসকেএস-নারী পরিষদ, সম্মিলিত সামাজিক আন্দোলন, রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদ, খেলাঘর আসর, নীলফামারী থিয়েটার, ¯পন্দন আবৃত্তি ও সঙ্গিত চর্চা কেন্দ্র, জাগরণ যুব সংগঠন, জাগরণ পাঠাগার, জাগরণ সাংস্কৃতিক সংঘ, জাগরণ শিশু সংঘ অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করে।

জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক স¤পাদক সুধির কুমার রায়ের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল। বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি সারওয়ার মানিক, সদস্য সচিব শহিদুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি মমতাজুল ইসলাম মিন্টু, ভাওয়াইয়া একাডেমির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক আল মাসুদ আলাল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ফরিদা খানম, রবীন্দ্র সঙ্গিত সম্মিলিন পরিষদের সাধারণ স¤পাদক রাসেল আমিন স্বপন, সংগলশী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ডোমার উপজেলা আহবায়ক ইলিয়াস হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রতনা সিনহা, শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি উত্তম কুমার রায় বাদল বক্তব্য দেন।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে বক্তারা বলেন, দৃষ্টান্ত হয়ে থাকলে ধর্ষণের দিকে এগুবে না বিপদগামী মানুষরা। ধর্ষক যেই হোক তার শাস্তি নিশ্চিত করতে হবে। সারাদেশে ধর্ষণের যে চিত্র আমরা দেখছি সেটি সামাজিক অবক্ষয় তৈরি করেছে। এভাবে চলতে থাকলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না। সভাপতির বক্তব্যে আহসান রহিম মঞ্জিল বলেন, ধর্ষণের মামলাগুলো সাক্ষীর অভাবে শেষ পর্যন্ত টিকে না। সাক্ষীরা স্বাক্ষ্য দিতে চান না। তাদের হুমকী দেয়া হয়।

এজন্য আমরা সরকারের কাছে দাবী জানাই সাক্ষী সুরক্ষা আইন করতে হবে যাতে সাক্ষীরা নির্বিঘ্নে আদালতে সাক্ষ্য দিতে পারেন পাশাপাশি যারা মিথ্যে সাক্ষী দিবেন তাদেরও শাস্তি নিশ্চিত করতে হবে।#


পুরোনো সংবাদ

নীলফামারী 5062196250004141343

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item