নীলফামারীতে যুব উদ্দ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ


নীলফামারীতে পাঁচ যুব উদ্যোক্তাকে আয় বর্ধক কাজের জন্য এক লাখ ৯৪ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়েছে। একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ওই সহযোগিতা প্রদান করে উদয়াঙ্কুর সেবা সংস্থা। আজ মঙ্গলবার(২০ অক্টোবর/২০২০) দুপুরে উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রতি জন যুব উদ্যোক্তাকে ৩৮ হাজার ৯০০ টাকার চেক হাতে তুলে দেন নীলফামারী যুব উন্নয়নের সহকারী পরিচালক সামসুল ইসলাম। 
উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী নির্মল রায় জানান, ভার্মি কম্পোষ্ট তৈরি ও রাষায়নিকমুক্ত সব্জি উৎপাদনের জন্য করেন রিপন ইসলাম, পোল্ট্রি খামারের জন্য সিরাজুল ইসলাম, পুকুরে হাঁস পালন ও ডিম উৎপাদনের জন্য সুলতানা রাজিয়া, পরিতোষ রায়, এলইডি বাল্ব তৈরি ও বাজারজাতকরণের জন্য কালিদাশ রায়কে আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়। প্রতি জনকে ৩৮ হাজার ৯০০ টাকা করে মোট এক লাখ ৯৪ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। যুব উদ্যোক্তা দলের ব্যবস্থাপনায় তারা ওই কাজ করবেন। #


পুরোনো সংবাদ

নীলফামারী 7175619982426215341

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item