আসুন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেই, জোড়া লাগা শিশুকে আলাদা করতে


আজপিয়া আক্তার, জলঢাকা-
:নীলফামারী জলঢাকার কৈমারী ইউনিয়নে যদুনাথ পাড়া গ্রামে জন্ম নেয় জোড়ালাগা দুই মেয়ে শিশু।যদুনাথপাড়ার আমিন আলির ছেলে লালমিয়ার ঘরে জন্ম নেয় শিশু দুটি। ১৫ এপ্রিল ২০১৯ তারিখে জলঢাকা ডে-নাইট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে পৃথিবীতে আনা হয়।

সেই থেকে আজ অবধি মা বাবা ও পরিবারের সবাই খুব কষ্ট করে বেড়ে তুলতেছে মেয়ে দুটিকে।মেয়ে দুটির দাদু আমিন আলি বলেন,আমার ছেলে রাজমিস্ত্রি কাজ করে সংসার চালায়,আমার নাতনীদের চিকিৎসায় অনেক টাকা লাগে,আমার ছেলে কোথায় পাবে এত টাকা?


এদিকে শিশু দুটির বাবা লালমিয়া বলেন,আমি ঢাকা পর্যন্ত নিয়ে গেছিলাম চিকিৎসার জন্য।কিন্তু ডক্টর বলেছেন ৫-৭ লাখ টাকা লাগবে।আমি চলে আসি মেয়েদের নিয়ে।কারন আমি গরিব মানুষ এত টাকা কোথায় পাবো।

লালমিয়ার স্ত্রী বলেন,আমার মেয়ে দুটির মুখের দিকে তাকালে খুব মায়া লাগে,যদি ওরা আলাদা চলতে পারতো?

একজন ঘুমালে আর একজন জেগে থাকে,তাদের কাজের কোন মিল নাই।


পুরোনো সংবাদ

নীলফামারী 1595571169103957118

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item