জলঢাকায় শতাধিক দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী শতাধিক দুস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিষ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। পরে তিনি শতাধিক দুস্থ মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু অনিল চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার যুগ্ম সম্পাদক প্রভাষক অবিনাশ রায়, উপজেলা শাখার সভাপতি প্রভাষক লিটন কর্মকার, পৌর শাখার সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়, কৈমারী ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জন ও শ্রমিক নেতা তুলিপ চন্দ্র রায়। এসময় ইউএনও বলেন বর্তমান সরকার সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিয়ে কাজ করছে। এবারে শারদীয় দুর্গাপুজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পালন হওয়ায় উপজেলাবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা পুজা উদযাপন পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসন এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।      

পুরোনো সংবাদ

নীলফামারী 7146889794025361798

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item