জলঢাকায় শান্তিপূর্ণভাবে দুর্গাপুজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ   

নীলফামারীর জলঢাকা উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জ্যোতিষ সরকার, সাধারন সম্পাদক বাবু অনিল চন্দ্র রায়, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, আবাসিক প্রকৌশলী স্পন্দন বসাক, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম, রেজাউল হক বাবু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন কর্মকার, কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাবু নির্মলেন্দু রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ  সম্পাদক প্রভাষক অবিনাশ রায়, যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের ও  প্রমুখ। এসময় ইউএনও বলেন, এবারে  উপজেলায় ১ শত ৭৫টি পুজা মন্ডবে সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপুজা পালনের লক্ষে সবধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পুলিশের সার্বক্ষনিক মনিটরিংয়ের পাশাপাশি মন্দির কমিটি কর্তৃক নিয়োগকৃত স্বেচ্ছাসেবকগন সবসময় দায়িত্ব পালন করবে বলে জানান। এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে দুর্গাৎসব পালনের আহবান জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সভাপতি সম্পাদক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকগন অংশগ্রহণ করে।###

পুরোনো সংবাদ

নীলফামারী 3937550475780447512

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item