পার্বতীপুরে খোলা আকাশের নিচে মুক্তিযোদ্ধার পরিবারের মানবেতর জীবন যাপন
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিদিনঃ
দিনাজপুরের পার্বতীপুরে টানা বৃষ্টির পানিতে ঘর ভেঙ্গে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন এক মুক্তিযোদ্ধা পরিবার। বাড়ির একমাত্র মাটির ঘরের দেয়াল ধ্বসের ঘটনায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন বলে পরিবার সূত্রে দাবী করা হয়েছে৷
জানা যায়, পার্বতীপুর উপজেলার খয়েরপুকুর হাট সংলগ্ন পূর্ব হোসেনপুর ডাঙ্গাপাড়া গ্রামে বাড়ি মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ আলীর। মুক্তিযুদ্ধের সন্মাননা হিসেবে সরকার কর্তৃক প্রদানকৃত তার সনদ নম্বর ১১২১১০। স্বামীর মৃত্যুর পর মুক্তিযোদ্ধা ভাতা’র টাকা দিয়েই চলে স্ত্রী ফিরোজা খাতুনের পরিবার। মেয়ে ফেরদৌসি ও ছেলে হাবিবুর রহমানসহ ছেলে বউকে নিয়ে সংসার ফিরোজার। বাড়িতে মাটির তৈরী একটি মাত্র ঘরই ছিলো তার শেষ সম্বল। কিন্তু কয়েকদিনের বৃষ্টিপাতে সেটিও ধ্বসে যায়। এর পর থেকে খোলা অকাশের নিচে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছেন বলে জানান ফিরোজা খাতুন। তিনি আরও বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে বাড়ির উঠান প্লাবিত অবস্থায় থাকে বেশ কিছুদিন। তবে, পানি কমে যাওয়ার আগেই হঠাৎ একদিন ঘরটি পড়ে যায়।
এ ব্যাপারে ওয়ার্ড সদস্য জুয়েল সরকার বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে ইউনিয়ন পরিষদের মিটিংয়ে বিষয়টি উপস্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।