জলঢাকায় থানা পুলিশের নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ  
"নিরাপদ সমাজ গড়ি - নারী নির্যাতন বন্ধ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকা উপজেলায় নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জলঢাকা পৌরসভার আইডিয়াল কলেজ মাঠে এ সমাবেশ  অনুষ্ঠিত হয়।   এসময় বক্তব্য রাখেন পৌর আ'লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদিউজ্জামান বাদল, কাউন্সিলর ফজলুল হক, জিয়াউর রহমান জিয়া, ফজলুর রহমান, নারী কাউন্সিলর সুুুুমনা চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সাংবাদিক কৃষ্ণ চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ১৩ নং বিট পুলিশিং অফিসার এসআই নিসার আলী। এসময় বক্তারা নারী ধর্ষন ও নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তারা এলাকাবাসীকে বিট পুলিশিং কার্যক্রমের সহায়তা নিয়ে সকল কাজ করার আহবান জানান। থানা পুলিশের আয়োজনে পৌরসভার ১৩ নং বিট পুলিশিং এর আওতায়  সমাবেশে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের জনসাধারণ উপস্থিত ছিলেন। এদিকে জলঢাকা উপজেলার ১ টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে একযোগে থানা পুলিশের আয়োজনে ১৩ টি সমাবেশ অনুষ্ঠিত হয়।  

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item