জলঢাকায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বৃত্তি প্রদান


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন করা হয়েছে। আজ রবিবার (১৮ অক্টোবরর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও ৩০জন দুস্ত শিশুর মাঝে ১ হাজার টাকা করে শেখ রাসেল বৃত্তি  প্রদান করা হয়। শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা যুবলীগের সাধারন সম্পাদক ইশরাত জাহান পল্লবী, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, শতফুল ফুটতে দাও সংস্থার প্রধান উপদেষ্টা তৌফিকুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক অবিনাশ রায়, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও বেসরকারি সংস্থা "শতফুল ফুটতে দাও" এর পরিচালক আব্দুল মালেক প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি শেখ রাসেল। জাতির পিতার সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। আর এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বেসরকারি সংস্থা শতফুল ফুটতে দাও সংস্থার আয়োজনে সভায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।###   

পুরোনো সংবাদ

নীলফামারী 2334338460038556208

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item