পাগলাপীরে বন্যায় পানি বন্দি মানুষের সরকারি সাহায্যের দাবী


হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর ঃ
সাম্প্রতি বন্যায় রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের শত শত পানি বন্দি ক্ষতিগ্রস্থ মানুষজন ত্রাণ সামগ্রী সহ সরকারি সাহায্যের জন্য দাবী জানিয়েছেন। গত সপ্তাহ ধরে বন্যার পানিতে পাগলাপীরের গোকুলপুর চওড়াপাড়া, ক্যানেলের পাড়, বৈরাগীপাড়া, মহাদেবপুরের মাহাশ্বপাড়া, বাংড়ীপাড়া, চেয়ারম্যানপাড়া, বকশীপাড়া, শাহপাড়া, হরকলির বরন্তর, ঠাকুরপাড়া, ঁঝাড়পাড়া, আরাজী মাঝাপাড়া, রতিরামপুরের পীরপাড়া, বানিয়াপাড়া, শিবের বাজার হিন্দুপাড়া সহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম-পাড়া-মহল্লার মানুষজনের ঘর-বাড়ীর আঙ্গিনা পানিতে তলিয়ে যাওয়ায় শত শত পরিবার পানি বন্দি হয়ে পরছে। বিশেষ করে রিক্সা-ভ্যান চালক, অটো চালক, সিএনজি চালক, দিন মজুর, খেটে খাওয়া ছিন্নমূল সহ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষজনের জীবনযাত্রা বিপন্ন হয়ে পরছে। কাজ কর্মে যেতে না পারায় এই সব অসহায় দরিদ্র পানি বন্দি মানুষগুলো ত্রাণ সামগ্রী সহ সরকারি সাহায্যের আশায় পথ চেয়ে আছেন। সরেজমিনে পাগলাপীরের গোকুলপুর চওড়াপাড়ার ভ্যান চালক লুৎফর রহমান, মফিজুল ইসলাম, দিন মজুর মহুবার, আলতাব সহ পানি বন্দি মানুষজনের সঙ্গে কথা হলে তারা সাংবাদিককে বলেন, বাড়ী-ঘর, আঙ্গিনায় এখনও হাঁটু  পানি থৈ থৈ করছে। বাড়ী-ঘরের এ ধরনের পরিস্থিতির কারণে বাহিরে কাজ-কর্মে যেতে পারছেন না তারা। ফলে এই সব পরিবারে খাদ্য সংকটে তাদের জীবন যাত্রা চলছে পরিবার-পরিজন নিয়ে চরম আত্ম-মানবেতর মধ্য দিয়ে। পানি বন্দি এই সব মানুষজন ত্রাণ সামগ্রীর জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোড় দাবী জানিয়েছেন। এদিকে অত্র হরিদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন গত রবিবার তার কর্মী সমর্থক ও শুভাকাঙ্খিদের নিয়ে ইউনিয়নের বন্যা দূর্গত এলাকা গুলো পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে তিনি পানি বন্দি ক্ষতিগ্রস্থ পরিবারের মানুষজনকে ধৈর্য্য ও সাহসিকতার সঙ্গে দূযোর্গ মোকাবেলা করার জন্য আহ্বান জানান এবং এই সব পানি বন্দি মানুষদের পূনঃবাসনে সরকারি সাহায্যের জন্য উপজেলা ও জেলা প্রশাসন সহ সরকারের উচ্চ মহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বাস দেন। 


পুরোনো সংবাদ

রংপুর 1282570519788567974

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item