নীলফামারীতে ২০০ কৃষক পেল বিনামূল্যে শাক-সবজির বীজ


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী প্রতিনিধি।  

নীলফামারীতে ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরণ করেছে সদর উপজেলা কৃষি বিভাগ। আজ রবিবার(১৩ সেপ্টেম্বর/২০২০) বেলা ১২টার দিকে কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ওই বিজ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা দেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল মোতালেব, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. ওবাইদুর রহমান মণ্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মো. মাদেুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান প্রমুখ।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, বন্যার ক্ষতি পোষাতে ২০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ডাটাশাক, লালশাক, পুইশাক, কলমিশাক, মুলাশাক, লাউ, শষা, মিষ্টিকুমড়া, করলাসহ ১৪ প্রকার শাক-সবজীর বিজ প্রদান করা হয়।#


পুরোনো সংবাদ

নীলফামারী 7842541061926685564

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item