জলঢাকায় নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করতে সেমিনার অনুষ্ঠিত


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষে ব্যপক জনসচেতনতা তৈরি করতে এক প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর অবঃ রানা মোহাম্মদ সোহেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ জিয়াউর রহমান, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি সোহরাব হোসেন তুহিন, জাতিয়পাটির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, টিটিসির প্রশিক্ষণ ইনচার্জ মাজেদুর রহমান, ইন্সট্রাক্টর নুর হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত - "প্রতি উপজেলা হতে বছরে গড়ে ১ হাজার জন দক্ষ যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠানো  হবে। তাদের যেন নিরাপদ অভিবাসন নিশ্চিত হয় সেলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয় । প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায়  উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে বিভাগীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।###

পুরোনো সংবাদ

নীলফামারী 6318316847562099206

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item