ডিমলায় পোনা মাছ অবমুক্তকরণ


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ২০২০-২১ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় প্রতি কেজি ২-শত ৫০  টাকা দরে, ১ লক্ষ টাকা মূল্যের ৪০০ কেজি, পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১-সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রথমে ডিমলা আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা চত্ত্বরের পুকুরে ৩০ কেজি, পরে ধারাবাহিক ভাবে  ভরালদহ বিলে ৩০ কেজি, তরিদহ বিলে ২০ কেজি, কুমলাই মরা নদীতে ২০ কেজি, ভুতকুড়া পারে ২০ কেজি,প্লাবনভূমি ডিমলা বুড়িতিস্তা সংলগ্ন খোকশারঘাট অভয়াশ্রমে ৪০ কেজি, প্রাতিষ্ঠানিক জলাশয় শোভানগঞ্জ গুচ্ছ গ্রাম উত্তরপাড়া পুকুরে ২০ কেজি, শোভানগঞ্জ গুচ্ছ পশ্চিমপাড়া পুকুরে ২০ কেজি, রামডাঙ্গা গুচ্ছ গ্রাম পুকুরে ২০ কেজি, সুন্দরখাতা গুচ্ছ গ্রাম পুকুরে ২০ কেজি, শালহাটি গুচ্ছ গ্রাম পুকুরে ২০ কেজি, সোনাখুলি আশ্রয়ন প্রকল্প পুকুরে ২০ কেজি ডিমলা থানা পুকুরে ২০ কেজি, ডিমলা হাইস্কুল পুকুরে ২০ কেজি ও বালাপাড়া ইউনিয়ন পরিষদ পুকুরে ৩০ কেজি রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য অফিসার মোছা: শামীমা আক্তার এর পরিচালনায় মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় প্রধান ড. সাইনার আলম। 

বিশেষ অতিথি ছিলেন, রংপুর বিভাগ মৎস্য উন্নয়ন প্রকল্প অফিসার (পিডি) আতাউর রহমান সরকার, নীলফামারী জেলা মৎস্য অফিসার আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের প্রেরিত প্রতিনিধি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস  চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা, উপজেলা নির্বাচন অফিসার মোছা: মাহাবুবা আক্তার বানুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ, মৎস্যজীবীগণ ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5582928527873353416

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item