ঠাকুরগাঁওয়ে পায়ু পথে মিলল ৩২৮০ পিচ ইয়াবা, দুই যুবক গ্রেফতার


ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় পায়ু পথে ৩২৮০ পিচ ইয়াবা ট্যাবলেট পাচারের সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উপজেলার চৌরাস্তা মোড়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম আতিক। আটককৃতরা হলেন: বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকরা বেলসাড়া গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৮) ও একই গ্রামের আনসারুল হকের ছেলে তরিকুল ইসলাম (২০)। বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম আতিক বলেন, গোপনে জানতে পারা যায় চট্টগ্রাম থেকে দুইজন যুবক পায়ু পথে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা আসছে। এমন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে পুলিশের তল্লাশী চৌকি বসানো হয়। বুধবার সকালে চট্টগ্রাম থেকে একটি নৈশকোচে করে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে আসলে মিজানুর রহমান ও তরিকুল ইসলামের গতিবিধি পুলিশের সন্দেজনক মনে হয়। এসময় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পায়ু পথে ছোট ছোট পুটলি বানিয়ে বিশেষ কায়দায় ইয়াবা ট্যাবলেট ঢোকানো হয়েছে বলে স্বীকার করে মিজানুর ও তরিকুল। পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম আতিক বলেন, পরে চিকিৎসকের সহায়সতায় আটককৃত দুই যুবককে পায়ুপথ থেকে ৭টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। যাতে ৩২৮০ পিট ইয়াবা ট্যাবলেট ছিল। তিনি বলেন, এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং আদালতে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 7626225128145871882

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item