সৈয়দপুরে বন্ধন শিল্পী গোষ্ঠীর ১২তম সাহিত্য ও সাংস্কৃতিক আসর মাটির গান অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠীর ১২তম সাহিত্য ও সাংস্কৃতিক আসর মাটির গান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টায় শারীরিক দূরত্ব  মেনে সৈয়দপুর শহরের এস আর প্লাজার ২য় তলায় সংগঠনের কার্যালয় ওই  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাহিত্য ও সাংস্কৃতিক আসর মাটির গান অনুষ্ঠানের শুরুতেই নিজস্ব সংস্কৃতি নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠীর সভাপতি  মো. আশরাফুল  আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক রইজ উদ্দিন রকি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কবি শেখ আব্দুল আউয়াল, বন্ধনের উপদেষ্টা এম আরমান,  বেলাল হোসেন।

 সাহিত্য ও সাংস্কৃতিক আসরে বন্ধনের শিল্পী  মাধব চন্দ্র রায়, মনিষা, লিপি, আনোয়ার হোসেন, মাহাবুব, বিপ্লব, বাদশা  সংগীত পরিবেশন করেন। 

 আসরে  কবিতা  আবৃত্তি করে শিশু  অনিক, কবিতা ও সাব্বির  হুস্ইন। অনুষ্ঠানে নীলফামারী হতে আগত অতিথি শিল্পী রথীন্দ্রনাথ রায় এর ভাই তরুন রায় ও  নারায়ন রায় মাটির গান পরিবেশন করেন।                                                

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 8110625827273108739

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item