পাগলাপীরে ডালিয়া সড়কের কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি


 হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ
রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরের ডালিয়া-বুড়িমারী সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং, খোয়া, পাথর উঠে গর্তের সৃষ্টি হয়ে পরায় প্রতিনিয়ত নানা যানবাহন ছোট-বড় দূর্ঘটনাসহ অপ্রীতিকর ঘটনার শিকার হচ্ছেন। সম্প্রতি পাগলাপীর-ডালিয়া-বুড়িমারী সড়কের জিরো পয়েন্ট পাগলাপীর বন্দরের এ.আর কাঠ ফার্নিচার মেলা ও ফজিলাতুন নেছা শিশু নিকেতন এর প্রধান গেটের সামনে হতে চন্দনের হাট ৭ কিলোমিটার পর্যন্ত সড়কটির প্রায় ৫শতাধিক স্থানে কার্পেটিং, পাথর, খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়ে পরছে। এর ফলে সড়কে বাস, কোচ, ট্রাক, কার-মাইক্রো, অটো, সিএনজি, রিক্সা-ভ্যান সহ নানা যানবাহনগুলোর চলাচল দিন দিন হুমকির সম্মুখিন হয়ে পরছে। তবে জীবনের তাগিদে এইসব পরিবহনগুলো সড়কে প্রতিনিয়ত চলাচল করতে গিয়ে শিকার হচ্ছে ছোট-বড় দূর্ঘটনা ও যানবাহনের নানান যন্ত্রাংশ ভেঙ্গে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ। তাই পাগলাপীর-ডালিয়া-বুড়িমারী সড়কে চলাচলরত পাগলাপীরের বিভিন্ন মহল দূর্ঘটনা প্রতিরোধে সড়কের কার্পেটিং, পাথর, খোয়া উঠে সৃষ্টি হওয়া গর্ত নামক মরণ ফাঁদ ও ভগ্নদশা গুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি কামনা করছেন। 


পুরোনো সংবাদ

রংপুর 8675773175996874429

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item