পঞ্চগড়ে শোক দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল
সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়:
পঞ্চগড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)।
এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস,এম হুমায়ুন কবির উজ্জল, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর জেলা সভাপতি মো. শফিউল্লাহ রিপন, সহ সভাপতি আব্দুস সাত্তার, আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শাহিনুর হোসেন শাহিন, আইন বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম তপু প্রমুখ