ঘন বৃষ্টিপাতের পানিতে পাগলাপীরে কাঁদাপানি একাকার

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ ঘন বৃষ্টিপাতের পানিতে রংপুরের ব্যস্ততম বাণিজ্যিক পাগলাপীরের বিভিন্ন আবাসিক পাড়া-মহল্লা ও রাস্তা-ঘাটে কাদাপানি একাকারে পথচারীসহ সাধারন মানুষজনের ভোগান্তি চরমে উঠেছে। জানাগেছে মঙ্গলবার ১১ই আগষ্ট দিনভর সহ টানা কয়েকদিনে ঘন বৃষ্টিপাতে পাগলাপীর বন্দরের রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে ও ডালিয়া বুড়িমারী সহ জনগুরুত্বপূর্ণ পাঁচটি সড়কের দু’ধারে গড়ে উঠা ব্যাংক-বীমা, এনজিও, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং কমপ্লেক্স সহ নানা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এবং সংলগ্ন পাড়া-মহল্লার বাসাবাড়ির সামনের রাস্তা-ঘাটে কাঁদাপানি একাকার হয়ে পরছে। কোথাও কোথাও পায়ের গোড়ালি আবার কোথাও ্হাটু পানি  উঠে গর্তের সৃষ্টি হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সরেজমিনে পাগলাপীর গোকুরপুর চওড়াপাড়া গ্রামের বাসিন্দা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আল-আমিন, ফাইভ স্টার হোটেলের ব্যবস্থাপক বিপুল ও বিআরটিসি পাগলাপীর কাউন্টার অফিসের ব্যবস্থাপনা পরিচালক মহসিন আলী ও পরিচালক জাহাঙ্গীর আলম সহ পাগলাপীরের বিভিন্ন মহল সাংবাদিককে অভিযোগ করে বলেন, স্থায়ী ভাবে পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতের পানিতে পাগলাপীর বন্দর সহ সংলগ্ন আবাসিক পাড়া-মহল্লাগুলোতে কাদাপানিতে একাকার হয়ে পরছে। এ অবস্থা দীর্ঘদিন ধরে বিরাজ করায় ভূক্তভোগী সাধারন মানুষজন অতিষ্ট হয়ে পরছেন। এ ব্যাপারে পাগলাপীরের বিভিন্ন মহল স্থায়ী ভাবে পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। 


পুরোনো সংবাদ

রংপুর 4849140070991873720

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item