পার্বতীপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী র্র্যালী ও পথসভা
‘‘মাদকের আস্তানা, পার্বতীপুরে থাকবে না এবং মাদককে না বলুন”এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সুপার দিনাজপুরের দিক নির্দেশনায় পার্বতীপুর মডেল থানার পক্ষ থেকে সোমবার বিকাল সাড়ে ৫ টায় থানা চত্ত্বর থেকে একটি র্র্যালীর মাধ্যমে পার্বতীপুর পৌরসভার বিভিন্ন স্থানে পথসভা করা হয়। পথসভায় জনসাধারণকে মাদক থেকে দূরে থাকার পরামর্শ প্রদানসহ মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা ছেড়ে সাধারণ জীবনে ফিরে আসার জন্য আহ্বান জানানো হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা প্রয়োগ করা হবে বলে সতর্ক করা হয়। এছাড়াও বর্তমানে করোনা সংকট মোকাবেলায় সকলকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য আহ্বান জানানো হয়।পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান ও ইন্সপেক্টর(তদন্ত) মোঃ সোহেল রানা। পুলিশের র্র্যালীটি মডেল থানার বিভিন্ন জনসমাগম এলাকা প্রদক্ষিন করে।