নীলফামারীতে ভুয়া ট্রাফিক সার্জেন্ট আটক

নীলফামারী॥ নীলফামারী শহরের মানিকের মোড় এলাকা থেকে ট্রাফিক পুলিশের এক ভুয়া সার্জেন্টকে আটক করা হয়েছে। তার নাম পিয়াল (২৫)। আজ মঙ্গলবার(১১ আগষ্ট/২০২০) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তাকে আটক করে। সে পৌর শহরের বাড়াইপাড়া এলাকার সফিকুল ইসলামের ছেলে। ভুয়া ট্রাফিক সার্জনকে আটকের সময় তার সঙ্গে থাকা অপর তিনজন দ্রুত পালিয়ে যায়।

জানা যায়, উক্ত পিয়াল নিজেকে নীলফামারীর ট্রাফিক সার্জন বরকত পরিচয় দিয়ে তিনটি মোটরসাইকেল আটক করে কাগজপত্র চায়। এরপর ছেড়ে দেয়ার জন্য ২০ হাজার টাকা দাবি করে। এর মধ্যে জনৈক এক ব্যাক্তি ঘটনাটি বুঝতে পেরে প্রকৃত ট্রাফিক সার্জন বরকতকে মোবাইলে ঘটনাটি জানায়। বিষয়টি জানা মাত্র প্রকৃত ট্রাফিক সার্জন বরকত নীলফামারী থানায় অবগত করে।

নীলফামারী থানার নবাগত ওসি কেএম, আজমিরুজ্জামান জানান, তাৎক্ষনিকভাবে শহরের মানিক মোড়ে থানা পুলিশ অভিযান চালিয়ে পিয়ালকে আটক করা হয়। আজ বুধবার(১২ আগষ্ট/২০২০) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। অপর তিনজনকে চিহিৃত করে আটকের চেষ্টা করা হচ্ছে। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 1249497662463929928

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item