৪৫তম জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি॥
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম শাহাদত ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ আগষ্ট/২০২০) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। 
অলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আকতার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদের জেলা সাবেক কমান্ডার আব্দুল জলিল, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ মাহবুবর রহমাম ভুঁইয়া সহ বিভিন্ন সরকারি, বে-সরকারি, স্কুল-কলেজের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালনে সামাজিক নিরাপত্তা চিন্তা করে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত, সকাল সাড়ে ৭টায় জেলা শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি শীর্ষক আলোচনাসভা, বৃক্ষরোপণ কর্মসূচী, বাদ যোহর জেলার বিভিন্ন মসজিদ-মন্দিরে মোনাজাত ও বিশেষ প্রার্থনা আদায় করা হবে। # 

পুরোনো সংবাদ

নীলফামারী 8289166674266029987

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item