জলঢাকায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ
https://www.obolokon24.com/2020/08/nil.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতিক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম ও মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার খোরশেদ আলম প্রমুখ। পরে অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে প্রশিক্ষণ প্রাপ্ত ৬ জন দরিদ্র ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বঙ্গমাতার জীবনী সম্পর্কে আলোচনা করেন।