কালীগঞ্জে অনলাইন স্কুলের শুভ উদ্বোধন
লালমনিরহাট প্রতিনিধি-
লালমনিরহাটের কালীগঞ্জে সকল প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে অনলাইন স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭ আগস্ট ( সোমবার) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে রংপুর বিভাগের শ্রেষ্ঠ ও দুবারের সফল উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ইন্টারনেটের মাধ্যমে এ অনলাইন স্কুলের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ।
অনলাইন স্কুল শুভ উদ্বোধন কালে মাহবুবুজ্জামান আহমেদ বলেন, এ বছর প্রাথমিক বিদ্যালয় গুলোতে উপজেলা পরিষদ থেকে বেঞ্চ, খেলাধুলার সামগ্রী, বিতরন করা হয়েছে। আগামী অর্থ বছরে এমন একটি প্রকল্প বাস্তবায়নের আহবান জানান যাতে এ উপজেলার সকল স্কুলেই সুবিধা ভোগ করতে পারেন। এ উপজেলার প্রাথমিক শিক্ষার মানন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করে চলেছি। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।