কুড়িগ্রামে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি -
কুড়িগ্রামের রাজারহাটে জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আক্কাছ হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (২ আগস্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয়। 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু সরকার প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঘটনাটি ঘটেছে শনিবার (১ আগস্ট)  রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে।

নিহত যুবক কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের মোজাহিদ পাড়া গ্রামের ঝানু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নিহত আক্কাছ ও তার এক ভাই সহ গতরাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আক্কাছকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আক্কাছ অালী মারা যান।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু সরকার জানান, রাতেই থানায় মামলা হয়েছে। আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 7077662580390288084

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item