কুড়িগ্রামে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষে ১০ জন আহত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ 

কুড়িগ্রামে বিএনপি’র ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, ব্যারিষ্টার রবিউল আলম সৈকতসহ অন্তত: ১০ জন আহত হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার ভেলাকোপা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ বিতরণ অনুষ্ঠিানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিএনপি’র ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও রংপুর বিভাগীয় সহসাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক। এসময় অনুষ্ঠানে আসনে বসা ও আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের গ্রুপের সংঘর্ষ বাঁধে। এতে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, রবিউল আলম সৈকত, যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, স্বেচ্ছা সেবক দলের আবু হানিফ বিপ্লব, ওয়াহেদ রানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল, কাজল দুই গ্রুপের অন্তত: ১০ জন আহত হয়। আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।


এব্যাপারে জেলা বিএনপি’র দায়িত্বশীল কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 7821733945814454519

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item