জলঢাকায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2020/08/jaldhaka_10.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মহিউদ্দিন, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অনিল কুমার রায়, পৌর আ'লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অবিনাশ রায় প্রমুখ। সভায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে কালোব্যাচ ধারন, শোকর্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভায় সকল দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমাণ্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ।