জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসের উদ্বোধন

জলঢাকা প্রতিনিধিঃ "ঘরে থেকে পাঠ শিখি করোনা থেকে দূরে থাকি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৭ আগষ্ট)   দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, সহকারি জেলা শিক্ষা অফিসার তাজুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুশফিকুর রহমান, মোকতাদির বিল্লাহ,  আতাউল গনী ওসমানী, কৃষ্ণা কাবেরী বিস্বাস, হারুন-অর রশিদ, দীলিপ কুমার রায় ও হাবিবুর রহমান প্রমুখ। এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। এতে শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। তাই বর্তমান শিক্ষানুরাগী সরকার অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করছে। এসময় তিনি উপস্থিত সকল প্রাথমিক পর্যায়ের কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো করে পাঠদান দেওয়ার আহবান জানান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও উপজেলার প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।   

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8187558249836320259

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item