পাট কাটা দায়ের কোপে পিতা-পুত্র আহত
https://www.obolokon24.com/2020/08/domar_16.html
আশরাফুল হক কাজল- ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের মেম্বার পাড়ায় রাস্তার ঝাড় জঙ্গল পরিস্কার করতে গিয়ে প্রতিপক্ষের পাট কাটা দায়ের আঘাতে পিতা সামছুল হক (৬০) ও পুত্র মামুন (১৭) গুরুত্বর আহত হয়েছে। মামুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এলাকাবাসীরা জানান, গত বৃহস্পতিবার সকালে পিতা ও পুত্র বাড়ীর সামনে রাস্তার ঝাড় জঙ্গল কেটে পরিস্কার করেন। এ সময় একই এলাকার দেলোয়ার হোসেন ও তার দুই পুত্র আলামিন,স্বাধীন তাদের ঝাড় জঙ্গল কাটতে বাধা দিতে গিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে দেলোয়ার উত্তেজিত হয়ে হাতে থাকা পাট কাটা দা দিয়ে আঘাত করলে ঘটনা স্থলে পিতা-পুত্র গুরুত্বর আহত হয়ে পরে। স্থানীয়রা পুত্র মামুনকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে দেখার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এই সংবাদ লেখা পর্যন্ত মামুন রংপুর হাসপাতালে মৃৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেলোয়ারের পুত্র আলামিন বলেন,আমার পিতার হাতে কোন দা ছিল না। তবে পাট কাটা দা নিয়ে কারাকারী করতে গিয়ে তাদের লাগতে পারে। সামছুল হকের বড় ভাই সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, মামলা করার প্রস্তুতি চলছে।