ডোমারে আন্তর্জাতিক যুব দিবসে সফল উদ্যোক্তাদের সংবর্ধনা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক যুব দিবসে সফল উদ্যোক্তাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় ইউএসএস ও একশন এইড বাংলাদেশ এর সহযোগীতায়, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সফল ৫জন উদ্যোক্তাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন, রিপন ইসলাম, সভাপতি অর্পণ যুব সংগঠন বামুনিয়া। জেসমিন তারিফ জুই, সাধারণ সম্পাদক দৃঢ় প্রত্যয় যুব সংগঠন চিলাহাটি। গালিব আল সম্পদ, সদস্য দৃঢ় প্রত্যয় যুব সংগঠন। সামিনা আক্তার, সদস্য প্রচেষ্টা যুব উন্নয়ন মহিলা সমিতি ও আসমা সিদ্দিকা বেবি, সদস্য দিশারী যুব উন্নয়ন মহিলা সমিতি ডোমার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম হাবিব মর্তুজা, ইউএসএস চিলাহাটি এর প্রকল্প সমন্বয়কারী নির্মল রায়, বামুনিয়া অর্পণ যুব সংগঠনের সভাপতি রিপন ইসলাম, দিশারী যুব মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী আছমা সিদ্দিকা বেবী প্রমূখ বক্তব্য রাখেন।