মিরজাগঞ্জ হাটের বটগাছটি ভেঙে পড়ে যাওয়ায় দূর্গোউৎসব অনিশ্চিত হয়ে পড়েছে

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

ডোমার উপজেলার মিরজাগঞ্জ হাটের বিশাল বটগাছটি ঘূর্ণিঝড়ে পড়ে যাওয়ায় এবারে সনাতন ধর্মাবলম্বীদের দূর্গো উৎসব উদযাপন করা অনিশ্চিত হয়ে পড়েছে।

জানা যায়, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ হাটের কাঁচা বাজারে থাকা প্রায় ৪০ বছর বয়সি বটগাছটি গত ২৪ মে রাতে প্রচন্ড ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ে মন্ডবসহ মিরজাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দেয়াল ধসে ব্যপক ক্ষতি সাধন হয়। অপরদিকে আগামী কার্তিক মাসে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দূর্গোপুজা। দীর্ঘ ৪মাস যাবত গাছটি অপসারণ না করায় সেখানে এবারের দূর্গোপুজা বসানো অনিশ্চিত হয়ে পড়েছে বলে পূজা উৎযাপন কমিটির সাঃসম্পাদক অমূল্য শীল জানান। গাছটি পড়ে পুজা মন্ডবের ঘরটি চুর্ণবিচুর্ণ হয়। এ বিষয়ে গত ৩১মে কমিটির লোকজন গাছটি বিক্রি করে মন্ডব নির্মানের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বরাবরে লিখিত আবেদন করেন। জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন জানান, যেহেতু সরকারী গাছ, কাগজ পত্র ঠিক করে অতি স্বত্তর গছটি নিলামে বিক্রি করা হবে। এবার দূর্গোপুজার আগেই গাছটি অপসারণের জোর দাবী জানান কমিটির সদস্যবৃন্দ।


পুরোনো সংবাদ

নীলফামারী 6811600358575816775

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item