ডোমারে একাধিক মাদক মামলার আসামি রিপন হেরোইনসহ আটক
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে একাধিক মাদক মামলার আসামি রিপন কে হেরোইনসহ আটক করেছে ডোমার থানা পুলিশ।
রোববার (১০আগষ্ট) দুপুরে ডোমার থানার এসআই ঠাকুর দাস, এএসআই ফারুক, শাকিল আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে ডোমার পৌর এলাকার ছোট রাউতা কাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের চায়ের দোকানের সামনে থেকে মাদক কারবারি রিপন (২৮) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৪৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। রিপন উক্ত এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্র্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১) টেবিলের ৬ (ক) ধারায় মামলা নং- ০২, তারিখ ১০/০৮/২০২০ দায়ের করে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রিপন একজন মাদক কারবারি এবং সে দীর্ঘদিন ধরে মাদক সম্রাজ্ঞি রুপার সহযোগি হিসাবে কাজ করে আসছে। এছাড়াও উক্ত আসামির বিরুদ্ধে ডোমার থানায় ৪টি মাদক মামলা রয়েছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।