পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির উৎপাদন পুনরায় শুরু
এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির উৎপাদন পুনরায় শুরু হয়েছে৷ বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে ২৬ মার্চ ২০২০ তারিখ থেকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড এর ভূগর্ভ হতে পাথর উৎপাদন বন্ধ থাকলেও সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করে ১৩ আগস্ট ২০২০ তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল ৫ টা ৩০ মিনিট থেকে সীমিত পরিসরে পাথর উৎপাদন পুনরায় শুরু হয়েছে। ভূপৃষ্ঠের প্রায় ১ হাজার ফুট নীচে প্রোডাকশন লেভেলে পাথর উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন এমজিএমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এবিএম করুজ্জামান। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি সরকারি এই প্রতিষ্ঠানটির তথা দেশের স্বার্থে এমজিএমসিএল যেন নিরলসভাবে কাজ করে যেতে পারে এজন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
এদিকে কাজে যোগদানের পূর্বে মধ্যপাড়া পাথর খনির শ্রমিকদের শারিরীক সুস্হ্যতা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার শেরে বাংলা নগর ঢাকায় পাঠানো হয়৷ বৃহস্পতিবার আসা সেগুলোর ফলাফলে ৪ জন করোনা সনাক্ত হয়৷ করানো সনাক্ত ৪ জন শ্রমিকের মধ্যে রয়েছেন আব্দুস সামাদ,মোঃ রাকিব হোসেন,উত্তম কুমার ও মোঃ জাকির হোসেন৷ শারিরীক ভাবে সুস্হ্য না হওয়ায় এই ৪ জন বাদে অন্যরা কাজে যোগদান করেন৷