ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ইউপি সদস্যসহ ৭জনের বিরুদ্ধে মামলা


নীলফামারী প্রতিনিধি-
নীলফামারীর ডিমলা উপজেলায় রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গয়াবাড়ী ইউনিয়নের দুই ইউপিসদস্য সহ ৭জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার(২৫ আগষ্ট/২০২০) রাতে ডিমলা থানা পুলিশ অভিযান চালিয়ে গয়াবাড়ী গ্রামের অপিয়ার রহমানের ছেলে খলিলুর রহমানকে(৩৫) গ্রেফতার করেন। 

আজ বুধবার(২৬ আগষ্ট/২০২০) বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। 

অভিযোগে জানা যায়, সরকারী আদেশ অমান্য করে গয়াবাড়ী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোলায়মান আলী, ৬ নম্বর ওয়াডের ইউপি সদস্য মিথুন খানেরর নেতৃত্বে ৭/৮ জন রাতের আধারে অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো। এতে তিস্তা এলাকায় পরিবেশ দূষনের পাশাপাশি ভূমি ধস দেখা দিয়েছে। যার কারণে তিস্তা নদীর আশেপাশে অধিকাংশ জমি নষ্ট হয়ে যাচ্ছে। 

এলাকাবাসী বিষয়টি গয়াবাড়ী ইউনিয়নের ভুমি সহকারী কর্মকর্তা আবুল হোসেনকে অবগত করলে তিনি তা তদন্ত করে মঙ্গলবার সন্ধ্যায় নিজে বাদী হয়ে বালু মহল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ সালের ৪/১৫ ধারায় দুই ইউপি সদস্যসহ ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার ৭ নম্বর আসামী গয়াবাড়ী গ্রামের অপিয়ার রহমানের ছেলে খলিলুর রহমানকে গ্রেফতার করে। 

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 4712501721421919114

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item